মাদ্রাসা বন্ধে বিল পাশ বিজেপি শাসিত অসমে
গুয়াহাটি: রাজ্যের সমস্ত সরকারি মাদ্রাসা বন্ধে বিল পাশ হল অসমের বিধানসভায়। বুধবার অসমের বিধানসভায় বিলটি পাশ হয়েছে। বিরোধীদের আপত্তিতে কর্ণপাত না করেই বিলটি কণ্ঠভোটে পাঠান স্পিকার হিতেন্দ্রনাথ গোস্বামী। বিলের পক্ষে সমর্থন দেন সংখ্যাগরিষ্ঠ বিজেপি সদস্যরা।
রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় থেকে মসজিদের ইমামের চেয়ে আমাদের চিকিৎসক, পুলিশ, কূটনীতিক ও শিক্ষক বেশি প্রয়োজন। তাই অসমের সমস্ত সরকারি মাদ্রাসাগুলিকে সাধারণ স্কুলে পরিণত করা হবে। তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা পৃথিবী ও পার্থিব উদ্বেগ মোকাবিলায় কাউকে প্রস্তুত করতে পারছে না।
এই বিলের তীব্র বিরোধীতা করে কংগ্রেস পার্টির সংসদ সদস্য ওয়াজেদ আলী চৌধুরি বলেন, এটি মুসলিমদের নিশ্চিহ্ন করে ফেলার একটি পরিকল্পনা মাত্র। তবে অসমের শিক্ষামন্ত্রী বলছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য এই উদ্যোগ নিয়েছেন। এ প্রক্রিয়ায় শুধু মাদ্রাসা নয়, অসমের প্রায় ১০০টি সরকারি সংস্কৃত টোলকেও আধুনিক স্কুলে পরিণত করা হবে।
তবে হিমন্ত বিশ্বশর্মা সাফ জানান, আপাতত রাজ্যের বেসরকারি মাদ্রাসাগুলো বন্ধ বা সংস্কারের কোনও পরিকল্পনা নেই সরকারের। উল্লেখ্য, অসমে ১৯১৫ সালে শুরু হয়েছিল মাদ্রাসা শিক্ষা কার্যক্রম। সরকারি মাদ্রাসা ও টোলগুলোর পিছনে অসমে প্রতিবছর ২৬০ কোটি টাকা খরচ করতো সরকার। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজেপি শাসিত অসম সরকার ঘোষণা দেয়, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে সরকারি তহবিল দিয়ে ধর্মীয় শিক্ষা নয়।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

