Sunday, May 19, 2024
রাজ্য​

শুভেন্দু অধিকারীকে ক্যাবিনেট মন্ত্রীর সমতুল পদে বসাল বিজেপি

কলকাতা: একুশের বিধানসভা ভোটে জিততে মরিয়া গেরুয়া শিবির। ইতোমধ্যেই সেই লক্ষ্যে ঝাঁপিয়েছে তাঁরা। চেষ্টায় কোনওরকম কমতি রাখছে না তাঁরা। এবার সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী বড় পুরস্কার পেলেন। সদ্য তৃণমূল ত্যাগী রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রীকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (JIC) ডিরেক্টর করা হয়েছে।

উল্লেখ্য, বিজেপিতে যোগদানের আগেই শুভেন্দুকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই তাঁকে এই সুরক্ষা দেয়া হয়েছিল। কেননা তৃণমূল ছাড়ার পরই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল রাজ্য সরকার।

এবার ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদাসম্পন্ন জেআইসি-র ডিরেক্টর করা হল তাঁকে। যদিও বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু অধিকারী বলেছিলেন, কোনও পদ চাই না। ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা বিজেপির হয়ে কাজ করব। তৃণমূলকে রাজ্য থেকে বিদায় করেই ছাড়বো। আমাকে দল পতাকা লাগাতে বললেও তাই করব। কথা মতো একের পর এক রোড শো, মিছিল, জনসভা করেই চলেছেন তিনি। একের পর এক নেতাকে গেরুয়া শিবিরে টেনে নিয়েছেন। তার পুরস্কার স্বরূপ এবার শুভেন্দুকে বড় পদে বসাল বিজেপি।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের ইচ্ছেতেই শুভেন্দু অধিকারী এই পদে বসানো হতে চলেছে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের এই পদ কেন্দ্রীয় মন্ত্রীর পদের সমান। কেন্দ্রের কোনও মন্ত্রী যেসব সুযোগ-সুবিধা ভোগ করেন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানও সেইসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রক থেকে শুভেন্দু অধিকারীকে ফোন করা হয়েছে। ইতিমধ্যেই এ ব্যাপারে নথিপত্র জোগাড় করা শুরু করেছে কেন্দ্র। শুভেন্দু অধিকারীর বায়োডেটা চেয়ে পাঠানো হয়েছে। নতুন বছরেই এই পদে যোগদান করবেন শুভেন্দু অধিকারী।