Saturday, May 18, 2024
দেশ

গঙ্গায় ভাসছে পচা গলা ‘শতাধিক’ মরদেহ

লখনউ: বিহারের বক্সারের কাছে গঙ্গার জলে ভাসমান অবস্থায় দেখা গেল চল্লিশটিরও বেশি পচা গলা মরদেহ। কর্তৃপক্ষ মরদেহের সংখ্যা ৪০টি বললেও এ সংখ্যা শতাধিক বলে দাবি করেছেন স্থানীয় লোকজন। গত কয়েক দিনে বিহার ও উত্তর প্রদেশের সীমানায় গঙ্গায় এসব মরদেহ ভাসতে দেখা গেছে। সোমবার সবচেয়ে বেশি মরদেহ ভেসে ওঠে।

নদীতে ভাসতে থাকা সারি সারি মরদেহগুলো করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক দিনে নদীতে শতাধিক মরদেহ ভাসতে দেখা গেছে। নদী থেকে ভাসমান মরদেহগুলি তুলে দাহ করা হচ্ছে।

মরদেহগুলোর মধ্যে বেশির ভাগই পচে ফুলে গেছে। আবার অনেকগুলো আংশিক পোড়া। স্থানীয় লোকজন জানান, অনেক পরিবারই দাহ করার জন্য কাঠের অভাব ও করোনায় আয় কমে যাওয়ায় শেষকৃত্যের খরচ মেটাতে পারছেন না। বিকল্প কোনও উপায় না পেয়ে তারা স্বজনের মরদেহ নদীতে ফেলে দিয়ে চলে যাচ্ছেন।

এদিকে, নদীতে মৃতদেহ ভেসে আসায় সংক্রমণের ভয় তুঙ্গে উঠেছে। মৃতদেহ দেখে নদীর পাড়ে ভিড় জমায় কুকুরের দল। আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় এলাকায় করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাবে। মানুষের মধ্যে এই আতঙ্ক দূর করতে দ্রুত মৃতদেহ সৎকারের ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন।

জনৈক চন্দ্র মোহন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, বেসরকারি হাসপাতাল মানুষজনকে সর্বস্বান্ত করে ফেলেছে। টাকার অভাবে অনেকেই পুরোহিতকেও কিছু দিতে পারছে না। অনেকেই অতি কষ্টে  হাজার দুয়েক টাকার বন্দোবস্ত করছে মরদেহগুলো নদীর ধারে পৌঁছানোর জন্য। এরপর মরদেহ নদীতে ফেলে দিচ্ছে তারা।