Saturday, May 4, 2024
আন্তর্জাতিক

কাবুলে মেয়েদের স্কুলে জঙ্গি হামলায় নিহত ৮৫ পড়ুয়া

কাবুল: পবিত্র ঈদুল ফিতরের আগে ফের জঙ্গি হামলায় রক্তাক্ত আফগানিস্তান। শনিবার কাবুলের রাজধানী কাবুলের দস্ত-এ-বারচি এলাকার মেয়েদের স্কুল ‘সৈয়দ সুহাদা’-এর সামনে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই হামলায় নিহত হয়েছে অন্তত ৮৫ পড়ুয়া। নিহতদের মধ্যে অনেকেই স্কুলের ছাত্রী। আহত কমপক্ষে ১০০ জন। নিহতদের বেশিরভাগই ১১ থেকে ১৫ বছর বয়সী স্কুল-পড়ুয়া, শিশু-কিশোর। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

জানা গিয়েছে, ওই স্কুলের ছাত্রীদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই এলাকায় মূলত শিয়া হাজারা সম্প্রদায়ের মুসলমানদের বাস। বহুকাল ধরেই এই সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে আসছে তালিবান, আল কায়দা ও ইসলামিক স্টেট।

বিশ্লেষকরা মনে করছেন, এদিনের এই ভয়াবহ হামলার নেপথ্যে তালিবানের হাত থাকতে পারে। যদিও বিস্ফোরণের পর তালিবান এই হামলায় দায় অস্বীকার করেছে। নিজেদের টুইটার হ্যান্ডেলে এই হামলার দায় ইসলামিক স্টেটের উপর চাপিয়েছে তারা।

রবিবার সকাল থেকে কবর দেওয়ার কাজ শুরু হয়। পাহাড়ের উপর ‘শহিদ কবরস্থান’-এ তাদের কবর দেওয়া হয়। এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। পবিত্র রমজান মাসে ছাত্রীদের উপর এই বর্বরোচিত হামলার প্রতিবাদে সরব হয়েছে নয়াদিল্লি।

মহম্মদ তাকি বিস্ফোরণের পর ঘটনাস্থলে যান। সংবাদসংস্থা এএফপি-কে তিনি বলেন, চারপাশে তালগোল পাকানো দেহ। এক ভয়ঙ্কর দৃশ্য। কয়েকদিন আগে ওই স্কুলের ছাত্রীরা শিক্ষক ও পরিকাঠামোর অভাবের জন্য বিক্ষোভ দেখিয়েছিল। তারপরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।