Sunday, May 19, 2024
Latestআন্তর্জাতিক

বিশ্বের অন্যতম সেরা নেতা নরেন্দ্র মোদী: রে ডালিও

ওয়াশিংটন: মার্কিন শিল্পপতি রে ডালিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের অন্যতম সেরা নেতা হিসাবে প্রশংসা করেছেন। সম্প্রতি সৌদি আরব সফরে গিয়েছিলেন নমো। সেখানে রে ডালিও-র সঙ্গে মুখোমুখি বলে আলাপচারিতায় অংশ নিয়েছিলেন মোদী। ওই বৈঠকের কয়েক দিন পরে এই মন্তব্য করলেন ডালিও।

বৃহস্পতিবার ডালিও টুইটারে লিখেছেন, আমার মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সেরা নেতাদের মধ্যে অন্যতম, সেরা না হলেও। প্রসঙ্গত বলে রাখি, রে ডালিও হলেও আমেরিকার প্রথম সারির একজন বিলিয়নিয়ার শিল্পপতি।

টুইটারে মোদীর সাথে তাঁর বৈঠকের একটি ভিডিও পোস্ট করেছেন ডালিও। প্রধানমন্ত্রীর সাথে তাঁর কথোপকথনের বিষয়ে টুইট করে তিনি লেখেন, মোদী কিভাবে চিন্তা করেন এবং তিনি কিভাবে চিন্তা করেন, তার সাথে আমারও অন্বেষণ করার সুযোগ হয়েছিল।


মার্কিন শিল্পপতি রে ডালিও টুইটে লেখেন, প্রধানমন্ত্রী মোদী ভারতের জনগণকে প্রাথমিক সুবিধা দেওয়ার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির উন্নতিকল্পেও কাজ করে যাচ্ছেন। ক্ষমতায় আসার পর থেকে ভারতে প্রায় ১০ কোটি শৌচালয় নির্মাণ করেছেন। যার ফলে কমপক্ষে ৩ লাখ মানুষের প্রাণ বেঁচে গিয়েছে।

ডালিও ভারতে অনেক উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন। ডালিও বলেন, মোদী গরীব বা ধনী ব্যক্তিদের প্রতিনিধিত্ব করছেন না এবং অন্য দলের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনি একটি দলকে প্রতিনিধিত্ব করছেন না। আপনি দেশে সেবা করেছেন এবং আপনি দুর্দান্ত সফলতা অর্জন করেছেন। প্রধানমন্ত্রী মোদী এমন একটি অর্থনীতি তৈরি করছেন যা সবার জন্য এক বিরাট অগ্রগতি অর্জন করছে।