আগামীকাল ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়
অযোধ্যা: আগামীকাল, শনিবার ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দেওয়া হবে। সকাল সাড়ে দশটায় মামলার রায় দেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। এই রায়দানকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি ও সম্প্রীতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
অযোধ্যা মামলা রায়দান নিয়ে যাতে কোনও গুজব না ছড়ায়, সেদিকে নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস দলের বৈঠকের পর বলেছেন, সুপ্রিম কোর্টের রায় যাই হোক না কেন, যেন দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়।
রায় ঘোষণার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সব রাজ্যে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। অযোধ্যা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। গত ২০ অক্টোবর থেকে অযোধ্যায় জারি রয়েছে ১৪৪ ধারা। ১০ নভেম্বর পর্যন্ত অযোধ্যায় জারি থাকছে জারি রয়েছে ১৪৪ ধারা। অযোধ্যায় মোতায়েন করা হয়েছে ৪০ কোম্পানি আধা সেনা।