Tuesday, May 14, 2024
দেশ

কার্যকর করা হচ্ছে ‘এক দেশ, এক রেশন কার্ড’, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: দীর্ঘ দিন ধরে জল্পনা চলছিল, দেশজুড়ে এক রেশন কার্ড চালু করবে কেন্দ্রীয় সরকার। এবার সেই প্রস্তাবে সিলমোহর দিল কেন্দ্র।বৃহস্পতিবার বিকালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, আগামী ২০২১ সালের মার্চের মধ্যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ কার্যকর করা হবে। এতে দেশের ২৩ টি রাজ্যের রেশন উপভোক্তাদের ৮৩ শতাংশ বা ৬৭ কোটি মানুষ উপকৃত হবেন।

‘এক দেশ, এক রেশন কার্ড’ কার্যকরের ফলে রেশন কার্ড উপভোক্তা দেশের কোনও রাজ্যে যান না কেন, ওই একটি রেশন কার্ড দিয়েই রেশন সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা এর ফলে উপকৃত হবেন। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করার।

কার্যত এই প্রকল্প দেশের পরিযায়ী ধরনের মানুষরা সবচেয়ে উপকৃত হবেন। কেননা তাঁরা কাজের খোঁজে ও জীবনযাত্রার উচ্চতর মানের জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে যান।


এছাড়াও, অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন, আগামী দু’মাস ৮ কোটি পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। রেশন কার্ড না থাকলেও পরিযায়ী শ্রমিকরা বিনামূল্যে ৫ কেজি চাল অথবা গম পাবেন। এই খাদ্যশস্যের সরবরাহের দায়িত্ব দেওয়া হবে রাজ্যকে।