Monday, April 29, 2024
দেশ

এক বছরের বেতনের ৩০ শতাংশ করোনা যুদ্ধে দান করলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি: গোটা দেশ লড়াই করছে মারণ করোনাভাইরাসের বিরুদ্ধে। ফার্স্ট লেডি সবিতা কোবিন্দকে দেখা যায় নিজে হাতে মাস্ক বানাতে। সেই মাস্ক দিল্লির প্রত্যন্ত বস্তিতে অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও তাঁর মার্চ মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছিলেন। এবার করোনা মোকাবিলায় এক বছরের বেতনের ৩০ শতাংশ পিএম কেয়ারস ফান্ডে দান করলেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী সবিতা দেবীর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।

রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, এক বছরের বেতনের ৩০ শতাংশ দান করছেন রামনাথ কোবিন্দ। পাশাপাশি, রাষ্ট্রপতি ভবনের একাধিক খরচ কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন রামনাথ কোবিন্দ। তিনি জানিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য রাষ্ট্রপতির একটি নতুন লিমুজিন গাড়ি কেনার কথা ছিল, তবে সেটি পরে কেনা হবে। রাষ্ট্রপতির মতে, এই সংকটকালে বাহুল্য দেখানোর কোনও কারণ নেই। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।


রাষ্ট্রপতি জানিয়েছেন, এই আর্থিক বর্ষে নতুন করে কোনও প্রকল্প নেওয়া হবে না। যে কাজগুলি চলছে, সেগুলিই হবে। রক্ষণাবেক্ষণের কাজও কমিয়ে দেওয়া হবে অনেকটাই। রাষ্ট্রপতি ভবনের একাধিক কাজের খরচ কমানো হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যো‌গাযোগ রাখবেন তিনি।

রামনাথ কোবিন্দ জানান, অনুষ্ঠানে ফুল ও অন্যান্য জিনিস দিয়ে সাজানোর খরচও কমিয়ে ফেলা হবে। খাবারের খরচও কমিয়ে ফেলা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে অতিথিদের তালিকাও কাটছাট করা হয়ে।