আগামী দু’মাস বিনামূল্যে খাবার পাবেন ৮ কোটি পরিযায়ী শ্রমিক, ঘোষণা অর্থমন্ত্রীর
নয়াদিল্লি: বৃহস্পতিবার একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, প্রায় ৮ কোটি পরিযায়ী শ্রমিকের জন্য ৩,৫০০ কোটি খরচ করবে কেন্দ্রীয় সরকার। আগামী দু’মাস বিনামূল্যে খাবার পাবেন পরিযায়ী শ্রমিকরা। যাঁদের কার্ড নেই তাঁদেরও মাথাপিছু ৫ কেজি চাল বা গম এবং ১ কেজি ডাল দেওয়া হবে। এই রেশন সরবরাহের দায়িত্ব দেওয়া হবে প্রত্যেক রাজ্যকে।
উল্লেখ্য, দেশজুড়ে টানা লকডাউনের জেরে সবচেয়ে বেকাদায় পড়েছেন দেশের পরিযায়ী শ্রমিকরা। কাজ না থাকায় ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের রোজগার বন্ধ, সেইসাথে তাঁদের সঞ্চয় ফুরিয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের জন্য বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
Free food grain supply to migrant workers for 2 months
Migrants who are non-NFSA or State Card beneficiaries in the state they are stationed will be provided 5 kg rice/wheat per person and 1 kg chana per family per month for two months.#AatmaNirbharBharatPackage pic.twitter.com/2h0PRmdJay
— BJP (@BJP4India) May 14, 2020
পাশাপাশি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন ঘোষণা করলেন, আগস্ট মাসের মধ্যে কার্যকর করা হবে ‘এক দেশ, এক রেশন কার্ড’। এর ফলে দেশের নাগরিকরা যে কোনও প্রান্ত থেকেই রেশন দোকানে গিয়ে তিনি রেশন তুলতে পারবেন।
অর্থমন্ত্রী আরও বলেন, ২০২১ সালের মার্চের মধ্যে দেশের রেশন ব্যবস্থার সম্পূর্ণ বদল করে ফেলা হবে। এর ফলে দেশের ২৩ রাজ্যের ৬৭ কোটি মানুষ উপকৃত হবেন। যা রেশন উপভোক্তাদের ৮৩ শতাংশ।