Sunday, May 19, 2024
Latestদেশ

সারা দেশেই এনআরসি করা হবে: অমিত শাহ

নয়াদিল্লি: গোটা দেশেই এনআরসি করা হবে ফের জোর গলায় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তাতে কোনও ধর্মের মানুষকেই বিড়ম্বনায় ফেলা হবে না বলে আশ্বাস অমিত শাহের। বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি সারা দেশেই পরিচালিত হবে, তবে এর জন্য কোনও ধর্মের কারওরই উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

অমিত শাহ বলেন, কোনও নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে কাউকে এনআরসি থেকে বাদ দেওয়া হবে না। ভারতের যেকোনও নাগরিক এনআরসি তালিকায় স্থান পাবেন। এক্ষেত্রে ব্যক্তির ধর্ম বিবেচ্য নয়। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের থেকে এনআরসি সম্পূর্ণ পৃথক।

অমিত শাহ বলেন, সবাইকে নাগরিক তালিকার অন্তর্ভুক্ত করার জন্য এনআরসি হল একটি ‘প্রক্রিয়া’ মাত্র। এনআরসি সারা দেশেই করা হবে, অসমেও ফের করা হবে। তবে কোনও ধর্মের কাউকেই বাদ দেওয়া হবে না, তাই এই বিষয়ে কারওরই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।


অসমে এনআরসির চূড়ান্ত তালিকা থেকে ১৯ লাখ মানুষ বাদ পড়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই তাদের দাবি প্রমাণ করার জন্য পর্যাপ্ত নথি পেশ করতে পারেননি। তবে তাদের কাছে বিদেশি ট্রাইব্যুনালে আপিল করার এবং পরে আদালতের কাছে যাওয়ার বিকল্পও রয়েছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এনআরসি তালিকাতে যাদের নাম নেই তারা ট্রাইব্যুনালে যেতে পারবেন এবং এক্ষেত্রে অসম সরকার তাঁদের আর্থিক সহায়তা দেবে।