Saturday, May 18, 2024
Latestদেশ

অমুসলিম শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

নয়াদিল্লি: সংসদে ফের দেশজুড়ে এনআরসি কার্যকর করার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ঘোষণা করলেন, সারা দেশেই এনআরসি চালু করা হবে। কোনও নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে কাউকে এনআরসি তালিকা থেকে বাদ দেওয়ার বিধান নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল আর এনআরসি সম্পূর্ণ আলাদা। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় বৈষম্যের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান এবং পার্সি শরণার্থীদেরই নাগরিকত্ব পাওয়া উচিৎ। তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছে। ওই বিল পাস হলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত ও অবহেলিত, তাঁরা ভারতের নাগরিকত্ব পাবেন।


নাগরিকত্ব সংশোধনী বিল অনুযায়ী, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ভারতীয় নাগরকিত্ব দেওয়া হবে। সহজ ভাবে বলতে গেলে, ভারতের প্রতিবেশী মুসলিম অধ্যুষিত দেশগুলির অমুসলিম অভিবাসীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য এই বিল।

অসমে এনআরসি তালিকা প্রকাশের পরে অভিযোগ উঠছে, বহু মানুষের বৈধ নথি থাকা সত্ত্বেও এনআরসি তালিকায় নাম নেই। তাদেরকে আইনি জটিলতায় হয়রানি হতে হচ্ছে। এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, অসমে যাঁদের নাম বাদ গিয়েছে এনআরসি তালিকায়, তাঁরা ট্রাইবুনালে আপিল করতে পারবেন। যাদের আইনি লড়াই লড়ার টাকা নেই, তাদের আর্থিক সাহায্য করবে অসম সরকার।