Thursday, June 19, 2025
Latestদেশ

মোঘলরা বোমা মেরে ত্রিপুরার সংস্কৃতি ধ্বংস করে দিতে চেয়েছিল: বিপ্লব দেব

আগরতলা: ফের বিস্ফোরক মন্তব্য করে খবরে শিরোনামে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবার মুঘল আমলের ইতিহাস নিয়ে মন্তব্য করলেন তিনি। সোমবার মুঘল সম্রাটদের একহাত করে নিয়ে বিপ্লব দেব বলেন, ত্রিপুরার যে স্থাপত্য রয়েছে তা বিস্ময়কর। সেই স্থাপত্যকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল মুঘল সম্রাটরা।

এক ক্লাবের আয়োজিত শারদ সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ত্রিপুরার অনেক ধরনের অজানা চমক রয়েছে, যা মানুষ জানেন না। মুঘল সম্রাটরা চেষ্টা করেছিল ত্রিপুরার সংস্কৃতি নষ্ট করতে। তারা ত্রিপুরার আর্ট ও আর্কিটেকচার বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছিল।

পাশাপাশি, বিপ্লব দেব ত্রিপুরার পর্যটন কেন্দ্র, রাজ্যের সৌন্দর্য ও ঐতিহাসিক ঐতিহ্য সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার জন্য জনগণকে অনুরোধ করেছিলেন। তিনি বলেন, ত্রিপুরার জনগণ যদি কমপক্ষে যদি ৫টি পর্যটন কেন্দ্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাহলে রাজ্যের পর্যটনের জন্য আলাদা করে কোনও বিজ্ঞাপনের প্রয়োজন হবে না। সারা বিশ্বে ত্রিপুরার জনপ্রিয়তা আপনা-আপনি ছড়িয়ে পড়বে।

বিপ্লব দেব বলেন, কচ্ছপও মৃত্যুর আগে মা মাতাবরির মন্দিরে যায়। এই ধরনের বহু আশ্চর্য চমক রয়েছে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আশ্চর্য বিষয়গুলিকে ছড়িয়ে দেওয়া হোক। অনেকেই জানেন না ত্রিপুরাতে কত ধরনের চমক রয়েছে।