Sunday, May 19, 2024
দেশ

কাশ্মীরে কোনও বিধিনিষেধ নেই, বিরোধীরা অপ্রচার চালাচ্ছে: অমিত শাহ

নয়াদিল্লি: কাশ্মীরে কোনওরকম নিষেধাজ্ঞা আরোপ করা নেই বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীরা ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীতে আয়োজিত জাতীয় নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, কোথায় নিষেধাজ্ঞা? ওসব আপনাদের মনের ভিতর রয়েছে। নিষেধাজ্ঞার ব্যাপারে বিরোধীরা ভুয়ো তথ্য তুলে ধরছে। কাশ্মীরে কোনও বিধিনিষেধ নেই এবং গোটা বিশ্ব জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার সিদ্ধান্তকে সমর্থন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ৫ আগস্ট ৩৭০ ধারা অপসারণের সাহসী পদক্ষেপ গ্রহণের কারণে জম্মু-কাশ্মীর আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে দেশের সর্বাধিক উন্নত অঞ্চল হয়ে উঠবে। বিরোধীদের সমালোচনা করে তিনি  বলেন, ৩৭০ ধারা বাতিল করা নিয়ে ভুল ধারণা দূর হওয়া উচিৎ। নিষেধাজ্ঞা কোথায়? এটি কেবল আপনাদের মনের মধ্যে আছে। কোনও বিধিনিষেধ নেই। কেবল অপপ্রচার চালানো হচ্ছে।

অমিত শাহ বলেন, কাশ্মীরের ১৯৬টি থানা এলাকা থেকে নিষেধাজ্ঞা সম্পর্কিত নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মাত্র ৯টি থানায়, শুধুমাত্র বৃহৎ জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তিনি বলেন, কাশ্মীরে মানুষ যেখানে খুশি যেতে পারেন। ভারতের যে কোনও জায়গার সাংবাদিক কাশ্মীরে যেতে পারেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ভাষণ সম্পর্কে অমিত শাহ বলেন, ৩৭০ ধারা বাতিল নিয়ে ভারতের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন বিশ্বনেতারা। নিউইয়র্কে বিশ্বের সমস্ত নেতারা সাতদিন একত্রিত হয়েছিলেন। কোনও নেতা, কাশ্মীর ইস্যুটি উপস্থাপন করেননি। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক ক্ষেত্রে বড় জয়।