Tuesday, May 7, 2024
Latestদেশ

মোদী ক্ষমতায় আসার পর দেশের ভাবমূর্তি বদলেছে: লতা মঙ্গেশকর

নয়াদিল্লি: ভারতের ভাবমূর্তি বদলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর গত সপ্তাহে ফোনে প্রধান‌মন্ত্রীকে একথা জানান তাঁর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগে। এদিন ‘মন কি বাত’-এর শুরুতে প্রধানমন্ত্রী কিংবদন্তি গায়িকার কথা বলেন, যিনি গত শনিবার ৯০ বছরে পা দিলেন। এরপর মোদীর সঙ্গে লতা মঙ্গেশকরের কথোপকথনের রেকর্ড শোনানো হয় ‘মন কি বাত’ অনুষ্ঠানে।

অনুষ্ঠানেরআগে  নরেন্দ্র মোদী টুইটারে লতা মঙ্গেশকর সম্পর্কে লেখেন, ‘লতাজির প্রতি আমাদের সকলেরই বিপুল শ্রদ্ধা। দেশের ইতিহাসের বিভিন্ন পর্বের সাক্ষী তিনি। মোদী লতা মঙ্গেশকরকে ‘দিদি’ বলে সম্বোধন করেন। প্রধানমন্ত্রী জানান, গত সপ্তাহে আমেরিকা সফরে যাওয়ার আগে তিনি তাঁকে টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান। মোদী বলেন, সাধারণত এই ধরনের ব্যক্তিগত কথোপকথনের ব্যাপারে তিনি সকলকে জানান না।


ওই টেলিফোন কথোপকথনে শোনা যাচ্ছে মোদী বলছেন, ‘প্রণাম। আমি আপনাকে ফোন করলাম কারণ আপনার জন্মদিনের সময় আমি বাইরে থাকব। আমি ভাবলাম দেশ ছাড়ার আগে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনার আশীর্বাদ আমাদের উপরে থাকে।

লতা মঙ্গেশকর বলেন, তিনি এই ফোনের কথা জানার পর থেকেই উত্তেজিত। তিনি প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাইলে মোদী তাঁকে বলেন, তিনি বয়সে ছোট। এরপর লতা মঙ্গেশকর বলেন, মানুষ তাঁর বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়। কিন্তু যাঁরা নিজেদের কাজের মাধ্যমে বড়‌ হন, তাঁদের আশীর্বাদ পাওয়া ভালো ব্যাপার। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, আপনি ক্ষমতায় আসার পর ভারতের ছবিটা বদলাচ্ছে। আমার খুব ভালো লাগে।