Monday, March 17, 2025
Latestবিনোদন

মারা গেলেন ‘শোলে’ ছবির কালিয়া

মুম্বাই: প্রয়াত হলেন বর্ষীয়াণ অভিনেতা বিজু খোটে। তিনি ‘শোলে’ ছবির ‘কালিয়া’ চরিত্রের জন্য সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সোমবার সকাল ৬.৫৫ নাগাদ নিজের ঘরে ঘুমের মধ্যেই মারা যান তিনি। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর একাধিক অঙ্গ কাজ করছিল না।

১৯৬৪ সালেল ছবি ‘ইয়া মালাক’ দিয়ে অভিনয় জীবন শুরু হয় তাঁর। ‘শোলে’, ‘কুরবানি’, ‘নাগিনা’, ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘আন্দাজ আপনা আপনা’–ছাড়াও বলিউডের বহু সুপারহিট ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। তবে দর্শক তাঁকে সবচেয়ে বেশি মনে রাখবেন ‘শোলে’ ছবির কালিয়া চরিত্রের জন্য। ‘শোলে’ ছবির সংলাপ– ‘সর্দার ম্যায়নে আপ কা নমক খায়া হ্যায়’, ‘আব তেরা ক্যায়া হোগা কালিয়া’ বলিউডের সবচেয়ে জনপ্রিয় সংলাপগুলির অন্যতম।

একইভাবে বিজু খোটে জনপ্রিয় হয়েছিল ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে তাঁর সংলাপ– ‘গলতি সে মিসটেক হো গয়া’। হিন্দি এবং মারাঠি মিলিয়ে প্রায় ৩০০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিজু খোটে ‘গোলমাল ৩’, ‘অতিথি তুম কব যাওগে’ এবং ‘আজব প্রেম কি গজব কাহানি’ এর মতো ছবিতেও অভিনয় করেছেন। তাঁকে শেষ দেখা যায় ২০১৮-র ছবি ‘জানে কিঁউ দে ইয়ারো’-সিনেমাতে।