Friday, May 17, 2024
Latestদেশ

‘বিশ্বের কোনও শক্তিই সংশোধিত নাগরিকত্ব আইন লাগু আটকাতে পারবে না’

ভোপাল: নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) প্রতিবাদে এখনও উত্তাল দেশ। এর মধ্যেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বললেন, পৃথিবীর কোনও শক্তি সংশোধিত নাগরিকত্ব আইন লাগু আটকাতে পারবে না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেন সিংহ। তিনি কোনও হুমকিতেই ভয় পান না।

বুধবার নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে ভোপালের এক সমাবেশে শিবরাজ চৌহান বলেন, যতই বাধা আসুক পৃথিবীর কোনও শক্তিই সিএএ-এর লাগু হওয়া আটকাতে পারবে না। মোদী সরকার এটি কার্যকর করেই ছাড়বে। বিরোধীদের কোনও হুমকিতেই ভয় পান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাম ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলেন হনুমান।

এর আগে গত বছরের ডিসেম্বরে জয়পুরের এক সমাবেশে শিবরাজ চৌহান বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদী শরণার্থীদের কাছে ঈশ্বরের মতোই। তিনি আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দিচ্ছেন।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইনে পরিণত হয়। আইনটিকে মুসলিমবিদ্বেষী বলে দাবি বিরোধীদের। তাদের দাবি, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণ করা হলে ভারতের সংবিধানের মৌলিক চরিত্র ধর্মনিরপেক্ষতা, ক্ষতিগ্রস্ত হবে।