Monday, June 16, 2025
Latestদেশ

কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত ২৪ বছরের যুবক

তিরুঅনন্তপুরম: এবার ভয়ঙ্কর করোনা ভাইরাস থাবা বসালো ভারতেও। কেরলে করোনায় আক্রান্ত ২৪ বছরের যুবক। আক্রান্ত ওই যুবক চিনের উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বলে খবর। ওই ছাত্রের দেহে নোভেল করোনাভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। ওই ছাত্রকে পৃথক ভাবে রেখে ২৪ ঘণ্টা তার ওপর পর্যবেক্ষণ করা হচ্ছে।

২৪ বছরের যুবকের রক্তে মিলেছে করোনা ভাইরাসের নমুনা। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এছাড়া কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে ৪০০ জনকে তাঁদের নিজেদের বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।


ওই ছাত্র চিনের উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সম্প্রতি দেশে ফেরেন সে। ১ জানুয়ারির পর চিন থেকে ফিরেছেন এমন যে কেউ সর্দি-কাশি-জ্বরে ভুগলে তাঁকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ১৭০ জন মারা গিয়েছেন। এই প্রাণঘাতী ভাইরাস থেকে বাঁচতে ভারত-সহ প্রতিটি দেশই আগাম সতর্কতা অবলম্বন করেছে। চিন থেকে দেশে ফেরা ব্যক্তিদের শরীরে ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণের দেখা মিলেছে। তাই স্বাভাবিক জনজীবন থেকে আলাদা করে রাখা হচ্ছে তাঁদের।