Monday, June 16, 2025
Latestদেশ

মোদীজি হচ্ছেন ভগবান রাম, অমিত শাহ হনুমান: শিবরাজ চৌহান

ভোপাল: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। তবে সিএএ ইস্যতে মোদী- অমিত শাহ ভূয়সী প্রশংসা করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন ভগবান রাম এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলেন হনুমান।

শিবরাজ সিং চৌহান বলেন, পৃথিবীর কোনও শক্তি সংশোধিত নাগরিকত্ব আইন লাগু আটকাতে পারবে না। কারণ নরেন্দ্র মোদী হলেন সিংহ। তিনি কোনও হুমকিতেই পিছুপা হন না। যদি নরেন্দ্র মোদী ভগবান রাম হন, তা হলে অমিত শাহ হলেন হনুমান।


এর আগে জয়পুরে এক জনসভায় নাগরিকত্ব আইন তৈরির জন্য নরেন্দ্র মোদীকে শরণার্থীদের কাছে ঈশ্বর বলে তুলনা করেন শিবরাজ চৌহান। এদিকে, সিএএ বিরোধী রেজলিউশন পাশ হয়েছে পশ্চিমবঙ্গ, রাজস্থান, কেরল ও পাঞ্জাবে। সিএএ বিরোধী প্রস্তাবের দাবি তুলেছে তামিলনাড়ুর ডিএএমকে সরকারও।

পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মত ভাবে পাশ হয়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। সিএএ বিরোধী প্রস্তাবে সমর্থন জানিয়েছে বাম ও কংগ্রেস। কেবলমাত্র বিজেপিই তীব্র বিরোধিতা করে এই প্রস্তাবের।