Friday, April 26, 2024
জীবনযাপন

দাম ৪০ লাখ, বিশ্বের সবচেয়ে দামি শাড়ি পরে গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডে নীতা আম্বানি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বর্তমানে দেশের ধনীতম ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন মুকেশ আম্বানি। রিলায়েন্স গ্রুপ এই মুহূর্তে দেশের একাধিক ব্যবসার সঙ্গে জড়িত। নীতা আম্বানির সম্পত্তিও নেহাত কম নয়। নীতা আম্বানির ফ্যাশন সেন্স, লাইফস্টাইল এবং তার দামি পোশাক প্রায়ই তাকে খবরের শিরোনামে রাখে।

এবার বিশ্বের সবচেয়ে দামি শাড়ি পরে গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডে জায়গা করে নিলেন নীতা আম্বানি। জানা গেছে, ৮ কেজি ওজন এবং ৪০ লাখ টাকার শাড়িটি কাঞ্জিভরমের ৩৬ জন কারিগর মিলে তৈরি করেছেন। সেই শাড়িতে সোনার তারের কাজ এবং ব্লাউজের ওপর একটি দামি পেইন্টিং ডিজাইন করা। পাশাপাশি, এই শাড়িতে রয়েছে পান্না, রুবি, পোখরাজ, মুক্তোর মতো পাথরও।