Friday, May 3, 2024
রাজ্য​

‘এই অর্ডার বেআইনি, আমরা উচ্চ-আদালতে যাবো’, চাকরি বাতিল প্রসঙ্গে হুঙ্কার মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার SSC মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করলো হাইকোর্ট। লোকসভা ভোটের আগে যার ফলে বেজায় চাপের মুখে পড়লো তৃণমূল সরকার। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নির্বাচনী প্রচারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গিয়ে মমতা বলেন, ‘রায় নিয়ে বলার অধিকার আমার রয়েছে। আমি চ্যালেঞ্জ করছি। কারণ ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল মানে প্রায় দেড় লাখ পরিবার। বলছে কি না ৮ বছর তাঁরা চাকরি করেছে, ৪ সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। এটা সম্ভব?’

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘আপনারা যাঁরা এই রায়টা দিচ্ছেন, সারা জীবন আপনারা যাঁরা চাকরি করলেন, তাঁদের যদি টাকা ফেরত দিতে বলা হয় পারবেন দিতে? সব তো সরকারি টাকায় চলেন, সরকারের গাড়িতে চড়েন, সরকারি নিরাপত্তা পান। আমরা আপনাদের সম্মান করি। এই অর্ডার বেআইনি। সেই জন্যই চ্যালেঞ্জ করছি।’

তিনি আরও বলেন, ‘আমি এই অর্ডারকে বেআইনি বলছি। বিচারপতিকে নয়। আমরা এটা নিয়ে উচ্চ-আদালতে যাবো।’

পাশাপাশি মমতার প্রতিশ্রুতি, ‘শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়ারা চিন্তা করবেন না। বিপদে আর কেউ না থাকলেও আমি আপনাদের পাশে আছি। আরও ১০ লক্ষ সরকারি চাকরি রেডি।’