ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ভেঙে নতুন রাজ্য গড়ার প্রতিশ্রুতি মায়াবতীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশ ভেঙে নতুন রাজ্য গড়ার প্রতিশ্রুতি দিলেন মায়াবতী (Mayawati)। মঙ্গলবার বিএসপি প্রধান মায়াবতী দাবি করেন, পশ্চিম উত্তরপ্রদেশের জেলাগুলি নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি দীর্ঘদিনের। তাঁর সরকার ক্ষমতায় এলে সেই দাবি পূরণ করবে।
পাশাপাশি, মিরাটে এলাহাবাদ হাইকোর্টের একটি বেঞ্চ গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দেন মায়াবতী। ভোট প্রচারে বেরিয়ে কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং বিজেপিকেও তোপ দাগেন তিনি। মায়াবতীর দাবি, এই দলগুলি কেউই তপসিলি জাতি/ উপজাতি সম্প্রদায়ের সংরক্ষণের সুবিধা দিতে চায় না।
মায়াবতী বলেন, “আমরা ক্ষমতায় এলে দীর্ঘদিনের দাবিগুলো পূরণ করবো। বিএসপি ক্ষমতায় থাকাকালীন এক পৃথক রাজ্যের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছিল। শুরু থেকেই তাঁর দল মনে করে পশ্চিম উত্তরপ্রদেশের জেলাগুলিকে নিয়ে পৃথক রাজ্য হওয়া উচিত।”
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের সঙ্গে জোট করেনি মায়াবতীর দল বিএসপি। একাই লড়ছে বিএসপি।