Tuesday, May 7, 2024
দেশ

গত এক দশকে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘মন কি বাত’, বলছে রিপোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০১৪ সালের ৩ অক্টোবর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাতের’ সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর কেটে গিয়েছে অনেকগুলি বছর। ৩০ এপ্রিল ১০০তম পর্বে পদার্পণ করলো মন কি বাত। হরিয়ানার সংস্থা ‘ইনস্টিটিউট ফর কম্পিটিটিভনেস’ তাদের রিপোর্টে দেশের উন্নতিতে ‘মন কি বাত’ অনুষ্ঠানের ভূমিকা তুলে ধরেছেন।

রিপোর্টে বলা হয়েছে, ‘মন কি বাত’ দেশের বিকাশের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভাবে উৎসাহ দিতে সক্ষম হয়েছে। এছাড়া পরিচ্ছন্নতা ও শৌচ, স্বাস্থ্য, জল সংরক্ষণের মতো নানা বিষয় উঠে এসেছে এই অনুষ্ঠানের মাধ্যমে। পঞ্চায়েত নেতা থেকে নানা সাধারণ মানুষ কিভাবে দেশ ও দশের কাজে ব্রতী হয়েছেন তাও উঠে এসেছে। এই অনুষ্ঠানের উৎসাহিত হয়েছেন দেশের সাধারণ মানুষ।

উল্লেখ্য, এতদিন ‘মন কি বাত’ ২২টি ভারতীয় ভাষায় সম্প্রচার করা হতো। আকাশবাণীর ৫০০টিরও বেশি কেন্দ্র থেকে সম্প্রচার করা হয়েছে। রবিবার মন কি বাতে মোদীর কথা শুনলেন দুনিয়ার কোটি কোটি মানুষ। জানা গেছে, ফ্রেঞ্চ, চাইনিজ, ইন্দোনেশিয়ান, টিবেটান, বার্মিজ, বালুচি, আরবি, পশতু, পারসিয়ান, দারি এবং সোয়াহিলি— মোট ১১টি বিদেশি ভাষায় রবিবার সম্প্রচারিত হয়েছে ‘মন কি বাত’।