Thursday, December 12, 2024
কলকাতা

ভোটের আগে জোর ধাক্কা রাজ্য সরকারের, অবৈধভাবে হওয়া সমস্ত নিয়োগ বাতিল হাইকোর্টের, ১২ শতাংশ সুদসহ ফেরাতে হবে বেতন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদালতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। এবার SSC মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করলো হাইকোর্ট। লোকসভা ভোটের আগে যার ফলে বেজায় চাপের মুখে পড়লো তৃণমূল সরকার। 

সোমবার আদালত সাফ জানিয়েছে, অবৈধভাবে নিয়োগ হওয়া চাকরিহারাদের ৬ সপ্তাহের মধ্যে সব বেতন ফেরত দিতে হবে। প্রশাসনকে বেতন ফেরত প্রক্রিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে

বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশের ২০১৬ প্যানেল বাতিলের রায় দিয়েছে। 

পাশাপাশি, আদালত জানিয়েছে, নিয়োগ দুর্নীতির বাকি মামলাগুলি তদন্ত চালিয়ে নিয়ে যাবে সিবিআই। প্রয়োজনে অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে সিবিআই আধিকারিকরা।

এসএসসিকে আদালত নির্দেশ দিয়েছে, সমস্ত OMR শিট ওয়েবসাইটে আপলোড করতে হবে। পুনর্মূল্যায়ন করা হবে OMR শিটগুলি। এছাড়া নতুন প্যানেল তৈরি করতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আদালতের এই ঐতিহাসিক রায়ের ফলে যোগ্য প্রার্থীরা নিয়োগ পাবেন। যারা বছরের পর বছর নিয়োগের আশায় ধর্নায় বসে আছেন।