Tuesday, May 7, 2024
রাজ্য​

বঞ্চিত চাকরিপ্রার্থীদের ‘ভগবান’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি বোলপুরের ভাস্কর্য কর্মশালায় 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নায্য চাকরি থেকে বঞ্চিত আন্দোলনকারীদের কাছে ‘ভগবান’ তিনি। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি জায়গা করে নিল বোলপুরের ভাস্কর্য কর্মশালায়।

বোলপুরের এক ভাস্কর্য কর্মশালায় জীবন্ত মানুষকে বসিয়ে মাটি দিয়ে ভাস্কর্য নির্মাণ কর্মশালা চলছে৷ সেখানে ছবি দেখে এক শিল্পী ফুটিয়ে তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মূর্তিমূর্তি।

‘প্রতিবাদী মুখ’ হিসেবে বিচারপতির আবক্ষ মূর্তি তৈরি করেছেন বলে জানিয়েছেন বীরভূমের দুবরাজপুরের কবিরাজপাড়ার বাসিন্দা শিল্পী ঝুলন মেহেতরী। তিনি জানান, ‘এই মুহুর্তে রাজ্যের একজন ‘প্রতিবাদী মুখ’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই তাঁর মূর্তি বানানো হল এই কর্মশালায়।’