Thursday, June 19, 2025
Latestদেশ

আদালতের দরজা বন্ধ, এবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাল নির্ভয়ার ধর্ষক

নয়াদিল্লি: মঙ্গলবারই নির্ভয়া কাণ্ডের অপরাধী মুকেশ সিং ও বিনয় শর্মার ফাঁসি রদের শেষ আইনি প্রচেষ্টা- প্রাণভিক্ষার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এদিনই প্রাণভিক্ষার আর্জি জানাল ধর্ষক মুকেশ সিং। ২২ জানুয়ারি সকাল ৭টায় ফাঁসি হওয়ার কথা চার ধর্ষকের।

এদিন ফাঁসি রদের শেষ রাস্তা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাল মুকেশ। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি তিন অপরাধী পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয়কুমার সিং এখনও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায়নি। রাষ্ট্রপতি দোষীর অপরাধ বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেদিক থেকে দেখলে নির্ভয়ার ধর্ষকদের মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

বিচারপতি এনভি রামানার পাঁচ সদস্যের বেঞ্চ মঙ্গলবার মুকেশ সিং ও বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেয়। রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের নির্দেশে ২২ জানুয়ারি সকাল ৭টায় ফাঁসিতে ঝোলানো হবে নির্ভয়ার ৪ ধর্ষককে।

২০১২ সালের ১৬ ডিসেম্বরের দিল্লির রাস্তায় চলন্ত বাসে ধর্ষিত ২৩ বছরের তরুণী। ৬ যুবক মিলে গণধর্ষণ করে। তরুণীর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। ২৯ ডিসেম্বর মৃত্যু হয় ওই তরুণীর। ঘটনায় মহিলাদের নিরাপত্তার দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। নির্ভয়ার মা আশা দেবী ধর্ষকদের শাস্তির দাবিতে ৮ বছর ধরে আশায় বুক বেঁধে আছেন।