বিরল রোগের চিকিৎসায় দুঃস্থ রোগীদের ১৫ লাখ টাকা দেবে মোদী সরকার
নয়াদিল্লি: বিরল রোগের চিকিৎসায় দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের ১৫ লাখ টাকা পর্যন্ত দেবে কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত খসড়া বিরল ব্যাধি নীতিতে এমনই প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পের অধীনে বিরল ব্যাধির চিকিৎসায় দুঃস্থ রোগীরা এককালীন ১৫ লাখ টাকা পেতে পারেন।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই নীতি কার্যকর হলে দেশের ৪০ শতাংশ মানুষ উপকৃত হবেন। এই প্রকল্পের অধীনে চিকিৎসার জন্য দেশের কয়েকটি খ্যাতনামা হাসপাতালকে চিহ্নিত করবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে থাকতে পারে দিল্লির এইমস, মওলানা আজাদ মেডিক্যাল কলেজ, লখনউয়ের সঞ্জয় গান্ধী ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, চণ্ডীগড়ের ইন্সটিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ।
অনুদানের টাকায় এই প্রতিষ্ঠানগুলিতে দারিদ্রসীমার নীচে থাকা মানুষের চিকিৎসা হবে বলে প্রস্তাবে বলা হয়েছে। বিরল রোগের তালিকায় রাখা হয়েছে- লাইজোসোমাল স্টোরেজ ডিজঅর্ডার, ইমিউন ডেফিসিয়েন্সি, স্পাইনাল মাসকুলার অ্যাটরফি, হুরলার সিনড্রোম এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয় এমন স্ত্রীরোগ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে হাসপাতালে ভর্তিতে ৫ লাখ টাকা পর্যন্ত বিমার সুবিধা দিচ্ছে। এছাড়া রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য প্রকল্প। তার সঙ্গে নতুন করে এবার যোগ হতে চলেছে এই প্রকল্প।