সাক্ষরদেরও যে শিক্ষিত হওয়া দরকার তার আদর্শ উদাহরণ নাদেলার মন্তব্য: বিজেপি সাংসদ
নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রসঙ্গে মুখ খুলেছিলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। এবার টুইটে নাদেলাকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। টুইটে তিনি লিখেছেন, সাক্ষরদেরও শিক্ষিত হওয়া দরকার আছে, তার আদর্শ উদাহরণ নাদেলার মন্তব্য।
সিএএ ইস্যুতে ভারতীয় বংশোদ্ভূত নাদেলা বলেন,ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন দুঃখজনক। কোনও বাংলাদেশি অভিবাসীকে ভারতে পরবর্তী ইউনিকর্ন ও ইনফোসিসের সিইও হিসেবে দেখতে চাই। এটা প্রেরণা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমার সঙ্গে যেমনটা হয়েছে, চাইব ভারতেও কারও সঙ্গে ঠিক তেমনটাই হোক।
নাদেলাকে আক্রমণ করে মীনাক্ষী লেখি টুইটারে লিখেছেন, কেন সাক্ষরদের শিক্ষিত হওয়া দরকার তার প্রকৃষ্ঠ উদাহরণ সিএএ ইস্যুতে নাদেলার মন্তব্য। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতেই প্রণয়ন করা হয়েছে সিএএ। মীনাক্ষীর প্রশ্ন, আমেরিকা- যেখানে মাইক্রোসফট অবস্থিত, সেখানে কেন সিরিয়ার উদ্বাস্তু মুসলিমদের নাগকিত্ব দেয় না মার্কিন যুক্তরাষ্ট্র ?
How literate need to be educated ! Perfect example. Precise reason for CAA is to grant opportunities to persecuted minorities from Bangladesh, Pakistan & Afghanistan.
How about granting these opportunities to Syrian Muslims instead of Yezidis in USA ? pic.twitter.com/eTm0EQ1O25— Meenakashi Lekhi (@M_Lekhi) January 14, 2020
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গত মাসে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বলেন, একমাত্র ‘অশিক্ষিত ও পাংচার-ওয়ালারাই’ সিএএ-এর বিরোধীতা করছে। প্রসঙ্গত, নয়া এই আইনে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এদেশে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।