পাক মদতপুষ্ট জঙ্গিদের খুঁজতে ৩ রাজ্যে ব্যাপক তল্লাশি চালালো এনআইএ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের মদতপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন গজবা-ই-হিন্দের (Ghazwa-e-Hind) সন্ত্রাসবাদীদের খোঁজে রবিবার ৩ রাজ্যে তল্লাশি চালানো জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (National Investigation Agency)। এই তিন রাজ্য হলো- বিহার (Bihar), গুজরাট (Gujarat) ও উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। জানা গেছে, মোট ৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ।
রবিবার সকাল থেকে বিহারের পাটনার দু-জায়গা ও দ্বারভাঙ্গার এক জায়গায় গজবা-ই-হিন্দের মডিউলের খোঁজে তল্লাশি চালায় NIA । এছাড়া উত্তরপ্রদেশের বারেলি ও গুজরাটের সুরাটের একটি করে জায়গায় তল্লাশি চালায় NIA। তিনটি রাজ্যের মোট পাঁচটি জায়গায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে বেশ কয়েকটি মোবাইল ফোন, মেমোরি কার্ড, সিম কার্ড ও কাগজপত্র-সহ বেশকিছু আপত্তিকর জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।