বাংলা মিডিয়ামদের অ্যাডমিশন মিলবে না লরেটো কলেজে, ফতোয়া কর্তৃপক্ষের, তুমুল বিতর্ক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১ জুলাই থেকে রাজ্যজুড়ে স্নাতকস্তরে অ্যাডমিশন শুরু হয়েছে। এর মধ্যেই লরেটো কলেজের একটি বিজ্ঞপ্তি ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। কেবলমাত্র ইংরেজি মিডিয়ামে পড়া পড়ুয়ারাই পড়তে পারবেন লরেটো কলেজে। আঞ্চলিক ভাষায় পড়া পড়ুয়ারা পড়তে পারবেন না। বিজ্ঞপ্তি জারি হতেই তুমুল সমালোচনার মুখে পড়েছে লরেটো কলেজ।
এ প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, লরেটো কলেজে শুধুমাত্র ইংরেজি ভাষায় পড়ানো হয়। পরীক্ষায় উত্তর ইংরেজি মাধ্যমে লিখতে হয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তে নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন। নেটিজেনদের একাংশের বক্তব্য, উচ্চমাধ্যমিকে বাংলা বা অন্য কোনও আঞ্চলিক ভাষায় পড়া কোনও পড়ুয়া ইংরেজিতে ক্লাস করতে পারবেন না অথবা পরীক্ষায় খাতায় ইংরেজিতে উত্তরপত্র লিখতে পারবেন, এর পিছনে কি কোনও যুক্তি আছে? বহু পড়ুয়া মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে বাংলা মিডিয়ামে পড়ে পরে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করেছেন। তাছাড়া স্নাতকে অনেকে বাংলা মিডিয়ামে পড়ে মাষ্টার্স ইংরেজি মিডিয়ামে পড়ে থাকে। তাহলে লরেটো কলেজের এহেন সিদ্ধান্ত কেন?