Thursday, May 16, 2024
দেশ

২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করল মোদী সরকার

নয়াদিল্লি: স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এ বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে। নেতাজিকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, চলতি বছর থেকে গোটা দেশ নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করবে।

শুধু বাংলা নয়, গোটা দেশ নেতাজির অবদান মূল্যবোধ আদর্শের প্রতি শ্রদ্ধাশীল। তাই কেন্দ্রীয় সরকার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এখন নেতাজির অদম্য চেতনা ও নিঃশ্বার্থ সেবার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে।

কেন্দ্রীয় সরকারের তরফে আরও বলা হয়েছে, দেশের মানুষ কাছে বিশেষ করে যুব সমাজের মধ্যে নেতাজির আদর্শ তুলে ধরতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশবাসীর মধ্যে দেশপ্রেমের ভাবনা তুলতে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নেটিজেনরা। কেন্দ্রের এই সিদ্ধান্তকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও স্বাগত জানানো হয়েছে। কেননা তিনিই তাঁর মাসিক রেডিও অনুষ্ঠানে নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তাই নেতাজি আবেগ’কে কাজে লাগাতে চাইছে রাজনৈতিক দলগুলি। বাংলা বিজয়ে মরিয়া বিজেপি। তারই অংশ হিসেবে আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা সফরে আসছেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল ও জাতীয় গ্রন্থাগারের অনুষ্ঠানেই নেতাজিকে শ্রদ্ধা জানাবেন তিনি। অন্যদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন।