Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

বকেয়া না মেটানোয় পাকিস্তানের বিমান বাজেয়াপ্ত করলো মালয়েশিয়া সরকার

কুয়ালালামপুর: ফের আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের। এবার চরম হয়রানির শিকার হতে হল ১১৮ জন পাক বিমান যাত্রীকে। প্রায় দু’দিন বিমানবন্দরে আটকে থাকতে হল শতাধিক ক্রু মেম্বারকেও। জানা গিয়েছে, শুক্রবার কুয়ালালামপুর বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সের (Pakistan International Airline সংক্ষেপে PIA) একটি বোয়িং-৭৭৭ বিমান বাজেয়াপ্ত করে মালয়েশিয়া সরকার।

অভিযোগ, ২০১৫ সালে PIA ভিয়েতনামের একটি সংস্থার কাছ থেকে ওই বোয়িং-৭৭৭ সহ দু’টি বিমান ভাড়া নিয়েছিল। সেই ভাড়া অনেক বকেয়া পড়ে গিয়েছিল। তাই পাকিস্তানের ওই বিমানটিকেই আদালতের নির্দেশের ভিত্তিতেই যাত্রী-সহ বাজেয়াপ্ত করা হয়। যদিও পরে জানা যায়, বিমানের যাত্রীদের বিকল্প ব্যবস্থা করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে।

বাজেয়াপ্ত করা বিমানটি করাচি থেকে মালয়েশিয়া গিয়েছিল। যাত্রীদের দাবি, আচমকাই বিমান আটকে দেওয়া হয়। তবে কি কারণে তাঁদের আটকে দেওয়া হল তা জানানো হয়নি বলেই অভিযোগ। বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান আর যাবে না। শেষে শনিবার রাতে বিমানের যাত্রীদের দু’টি দলে ভাগ করে ইসলামাবাদ পাঠানোর ব্যবস্থা করা হয়। একটি দলে ১১৮ জন যাত্রী মালয়েশিয়া থেকে বিমানে করে ইসলামাবাদে পৌঁছন। আর ৬৫ জনের আরেকটি দল দোহা হয়ে রবিবার রাত আড়াইটের সময় ইসলামাবাদে পৌঁছন।

যাত্রীদের অভিযোগ, এই গোটা ঘটনায় মালয়েশিয়ার পাক দূতাবাসের তরফে বা পিআইএ-র তরফে কোনও রকম সহযোগিতা করা হয়নি তাঁদের। দুই দিন বিমানবন্দরের মেঝেতে ঘুমাতে হয়েছে তাঁদের। মেলেনি খাবার, জল। তাদের অনেকের লাগেজ এখনও আটকে আছে কুয়ালালামপুরে।

এই ঘটনার পর পিআইএ জানিয়েছে, মালয়েশিয়ার একটি স্থানীয় আদালত বিমানটিকে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। পাকিস্তান কূটনৈতিক মহলের মাধ্যমেই এই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, বর্তমানে আর্থিক সমস্যায় জর্জরিত অবস্থায় রয়েছে ইমরান খানের দেশ পাকিস্তান। তবে বকেয়া মেটাতে না পারায় যাত্রী-সহ বাজেয়াপ্তের ঘটনা এবার আন্তর্জাতিক মঞ্চে মুখ পোড়ালো পাকিস্তানের।