Friday, May 17, 2024
বিনোদন

আদিপুরুষে অত্যন্ত নিম্নমানের সংলাপের প্রতিবাদে নেপালে নিষিদ্ধ সমস্ত ভারতীয় সিনেমা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার জোর ধাক্কা খেল ‘আদিপুরুষ’। ‘আদিপুরুষ’-এর সংলাপে দাবি করা হয়েছে- ‘সীতা ভারতের মেয়ে।’ যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এই সংলাপের জন্য নেপাল প্রশাসনের তরফে প্রতিবাদ জানানো হয়েছে। কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহর মন্তব্য, “জানকী সম্পর্কিত ভারতীয় সিনেমার এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। ৩ দিন সময় দিচ্ছি। সিনেমার এই সংলাপ বদলানো না হলে সমস্ত ভারতীয় সিনেমা নিষিদ্ধ করে দেব।”

এছাড়া হনুমানের মুখে নিম্নমানের সংলাপ শুনে বেজায় ক্ষুব্ধ নেপালের হিন্দুরা। আর সীতার জন্য ভারতে দাবি করায় ইতিমধ্যেই কাঠমান্ডুর সমস্ত প্রেক্ষাগৃহে নির্দেশিকা জারি করা হয়েছে ভারতীয় কোনও সিনেমাই প্রদর্শণ না করার। নেপালের মোট ১৭টি হল থেকে উঠে গিয়েছে ভারতীয় ছবি।

নেপাল প্রশাসনের কড়া নির্দেশ- ‘আদিপুরুষ’-এ সীতার জন্মভূমি ভারতে বলা হয়েছে, এই তথ্য না বদলানো অবধি সমস্ত ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে।

এছাড়া আদিপুরুষ নেপালের সংস্কৃতির উপর বিরুপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে নেপাল প্রশাসন। তাঁদের মতে, এই সিনেমা চললে নেপালের জাতীয়তা, সাংস্কৃতিক ঐক্য ও জাতীয়তার অপূরণীয় ক্ষতি হবে।