Sunday, December 3, 2023
আন্তর্জাতিক

কানাডায় খুন হলেন নিষিদ্ধ খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কানাডার সারেতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর। ভারতের তরফে বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরকে ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণা করা হয়। সম্প্রতি ভারত সরকার ৪০ জন ওয়ান্টেডের নামের তালিকা প্রকাশ করে, তার মধ্যে ছিল নিজ্জর।

ভারতে প্রত্যাপর্ণের আগেই এই খালিস্তানি জঙ্গি খুন হলেন। সুরের শিখ গুরুনানক সিং গুরুদ্বারের সভাপতি ছিলেন হরদীপ সিং নিজ্জর। পাশাপাশি আরও বেশ কিছু নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল নিজ্জর। ভারতের তরফে তাকে নিষিদ্ধ জঙ্গি বলে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, লন্ডনের ব্রাম্পটন শহরে খালিস্তানিপন্থীদের উত্থান হয়, তার প্রধান মুখ ছিল হরদীপ সিং নিজ্জর। ২০২২ সালে পাঞ্জাবের জলন্ধরে এক হিন্দু পুরোহিতকে খুন করে হরদীপ। এরপরেই তার মাথার দাম ১০ লাখ টাকা ঘোষণা করে NIA