Monday, November 17, 2025
Latestআন্তর্জাতিক

নেপালকে হিন্দুরাষ্ট্র ঘোষণা, রাজতন্ত্র ফেরানোর দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

কাঠমান্ডু: নেপালকে হিন্দুরাষ্ট্র ঘোষণা এবং রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ। হাজার হাজার বিক্ষোভকারী কাঠমান্ডুতে দেশটির জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখান। সাংবিধানিক রাজতন্ত্র পুনরায় ফিরিয়ে আনা এবং নেপালকে হিন্দু রাজ্য ঘোষণার দাবি জানান তাঁরা।

শনিবার বিক্ষোভকারীরা দাবি করেন, জাতীয় ঐক্য ও দেশের মানুষের কল্যাণের জন্য নেপালকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা এবং রাজতন্ত্র ফেরানো আবশ্যক। এই দাবিতে তাঁরা জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে আসেন। এই মিছিল ঘিরে এখন সরগরম নেপালের রাজনৈতিক মহল।

উল্লেখ্য, কয়েক বছর আগেও বিশ্বের মধ্যে নেপালই একমাত্র হিন্দুরাষ্ট্র ছিল। তবে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটিতে রাজতন্ত্রও বজায় ছিল। তবে ২০০৮ সালে ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান হয়। এখন নেপাল প্রজাতন্ত্রী রাষ্ট্র।

২০১৫ সালে নতুন সংবিধান গৃহীত হয়। ২০১৭ সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় সিপিএন-ইউএমএল ও সিপিএন (মাওবাদী) জোট। এই জোটই এখন ক্ষমতায় রয়েছে। নির্বাচনী ইস্তেহারে কে পি শর্মা ওলি প্রতিশ্রুতি দেন সংবিধান প্রণয়ন, সুশাসন এবং গণতন্ত্রকে মজবুত করা হবে। সেই প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় আসেন। কিন্তু প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে তিনি কোনও প্রতিশ্রুতিই পূরণ করতে পারেননি।

তাই দেশবাসীর ক্ষোভ বাড়ছে। শাসক-বিরোধী, দু’পক্ষেরই উপরেই ভরসা হারিয়েছেন নেপালবাসী। দেশটির বিশেষজ্ঞদের মতে, দেশের মানুষের স্বার্থরক্ষা করতে বর্তমান রাজনৈতিক দলগুলির ব্যর্থ হয়েছে। তাই দেশবাসী পুনরায় রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। – Kreately

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।