Monday, April 29, 2024
দেশ

মুসলিম যুবকের সাথে হিন্দু যুবতীর বিয়ে, আটকে দিল পুলিশ

লখনউ: বিয়ের আয়োজন সম্পন্ন। তবে ভিন ধর্মে বিয়ে বলে আটকে দিল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে পারা থানা এলাকার দুদা কলোনিতে। জানা যায়, হিন্দু সংগঠন রাষ্ট্রীয় যুব বাহিনীর তরফে অভিযোগ পেয়ে বিয়ে বাড়িতে হাজির হয় পুলিশ।

পাত্র পেশায় ফার্মাসিস্ট। বয়স ২৪ বছর। অন্যদিকে, কনের বয়স ২২ বছর। পাত্রের প্রতিবেশী। কয়েক বছরের সম্পর্ক ছিল তাদের। দুই ধর্মের রীতিনীতি মেনে বিয়ে হওয়ার কথা ছিল। তবে পুলিশি বাধায় আটকে গেল।

পাত্র জানিয়েছে, এই বিয়ের সাথে ধর্মান্তরণের কোনও সম্পর্ক নেই। ধর্মান্তরণ নিয়ে কোনও আলোচনা হয়নি। আমি মনে করি ভালোবাসা যথেষ্ট। একসঙ্গে চলার পথে আমি যদি ওর ধর্ম এবং ওকে মেনে নিতে পারি, এবং ও যদি তাই পারে, তাহলে আমরা সুখে থাকতে পারব।

লখনউয়ের পুলিশের প্রবীণ কর্মকর্তা সুরেশ চন্দ্র রাওয়াত জানান, ২ ডিসেম্বর, আমরা খবর পাই যে, এক সম্প্রদায়ের এক মেয়ে অন্য সম্প্রদায়ের একটি ছেলের সাথে বিয়ে করতে চলেছে। তিনি জানান, আমরা দু’পক্ষকে থানায় ডেকে নতুন আইনের অধ্যাদেশের একটি অনুলিপি তাদের হাতে দিয়েছি। উভয় পক্ষই লিখিত সম্মতি জানিয়েছে যে, আইন অনুসারে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। তিনি যদি অনুমতি দেন তাহলে তারা বিবাহ করতে পারবেন।

উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার রাজ্যে লাভ জিহাদ বিরোধী আইন প্রণয়ন করেছে। আইনটিতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে। দোষী সাব্যস্ত হলে ১০ বছরের জেল পর্যন্ত হতে পারে। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের নাবালিকা ও মহিলাদের ধর্মান্তরিত করার শাস্তি ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।