Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

চিনের আগ্রাসী মনোভাব চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে: G7 সামিটে ন্যাটো গোষ্ঠী

লন্ডন: গত ১১ জুন থেকে ১৩ জুন অবধি ইংল্যান্ডে জি সেভেন সামিট অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আমেরিকা ও ইউরোপের অধিকাংশ দেশ জানায়, রাশিয়া নয়, পরিবর্তিত পরিস্থিতিতে চ্যালেঞ্জ হয়ে উঠছে চিন।! তাই এবারের জি সেভেন সামিটে চিনের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি।

উল্লেখ্য, উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ ন্যাটোর সদস্য। এবারের জি সেভেন সামিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফ্রান্স, কানাডা, জাপান, জার্মানি, ইতালির মতো উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেন। ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারত যদিও জি সেভেন গোষ্ঠীর সদস্য নয়, তবুও ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের বিশেষ আমন্ত্রণে বক্তব্য রাখেন মোদী।

সম্মেলন চলাকালীন চিন বিরোধী সুর শোনা যায় মার্কিন প্রসিডেন্ট জো বাইডেনের গলায়। বাইডেন বলেন, সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন থেকে ইউরোপকে বাঁচাতে ন্যাটো সামরিক জোট তৈরি হয়েছিল। কিন্তু এখন সমীকরণ পালটেছে। রাশিয়া নয়, চিনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও আগ্রাসী মনোভাব চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চিনকে মোকাবিলা করতে হবে।

বাইডেনের সঙ্গে সহমত হয়ে বিবৃতি জারি করেছে ন্যাটো। বিবৃতিতে ন্যাটো সাফ বলেছে, চিনের উচ্চাকাঙ্খা ও আগ্রাসী মনোভাব আন্তর্জাতিক শৃঙ্খলা ও দীর্ঘদিনের প্রথার প্রতি চ্যালেঞ্জ।