Saturday, July 27, 2024
দেশ

এ বছরও বাতিল হজ যাত্রা

নয়াদিল্লি: করোনার বাড়বাড়ন্তের জেরে ২২৩ বছরে দ্বিতীয়বারের মতো ভারত থেকে বাতিল হল হজ যাত্রা। মঙ্গলবার বিবৃতি জারি করে ভারতের হজ কমিটি এ কথা জানিয়েছে। গত বছরও করোনার জেরে হজ যাত্রা বাতিল করা হয়েছিল।

ভারতের হজ কমিটি জানিয়েছে, যারা যারা হজ যাত্রার আবেদন করেছিলেন তাদের আবেদন করে দিয়েছে কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক। হজ যাত্রা বাতিলের কারণ হল, সৌদি আরব বাইরের কোনও দেশের নাগরিককে তাদের দেশে হজ যাত্রার অনুমতি দেয়নি।

সৌদি আরবের উমরাহ এবং হজ মন্ত্রক জানিয়েছে, শুধুমাত্র তাদের দেশের বাসিন্দারাই সীমিত সংখ্যায় (দেশের মাত্র ১৪৪২ জন) হজ করতে পারবেন। বাইরের দেশের হজ যাত্রীরা সেদেশে হজ করতে যেতে পারবেন না। সৌদি সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ভারতের হজ কমিটি ভারত থেকে হজ যাত্রা বাতিল করল।

উল্লেখ্য, এ বছর হজ পালনের সম্ভাব্য তারিখ ১৭ জুলাই। প্রতিবছর বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ পালন করতে সৌদি আরব যান। তার মধ্যে আনুমানিক ২ লাখ মানুষ যান ভারত থেকে। কিন্তু করোনার জেরে ২০২০ সালে ২২২ বছরে প্রথমবার ভারত থেকে বাতিল করা হয় হজ যাত্রা।