Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

গালওয়ান সংঘর্ষের বর্ষপূর্তির দিনই চিনের বিরুদ্ধে মিশনে নামল ন্যাটো

ব্রাসেলস: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলনে ন্যাটো নেতারা সাফ বলেছেন, চিন ক্রমশ বিশ্বের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। চিন তাদের পরমাণু শক্তি দ্রুত বৃদ্ধি করছে। রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে চিন তাদের সেনাবাহিনীর আধুনিকায়ন করেই চলেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর সেনা বাজেট চিনের।

গালওয়ান সংঘর্ষের বর্ষপূর্তিতে চিনকে কড়া সতর্কবার্তা দিল পশ্চিমা সামরিক জোটটির নেতারা। জোট প্রধান জেনস স্টেলটেনবার্গ বলেন, চিনের বিরুদ্ধে ন্যাটোকে আরও শক্তিশালী নীতি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চিন ও রাশিয়ার সৃষ্ট নতুন নতুন চ্যালেঞ্জের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে ন্যাটোকে।

ন্যাটোর তরফে সোমবার চিনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সদস্যরাষ্ট্রগুলির প্রধানদের বৈঠকে চিনের সামরিক পরমাণু কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ন্যাটো মহাসচিব জেনস স্টেলটেনবার্গ বলেন, চিনের সামরিক খাতের বাজেট বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। চিন ধীরে ধীরে সামরিক খাতে বিনিয়োগ বাড়াচ্ছে, যা ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি।

জেনস স্টেলটেনবার্গ বলেন, সামরিক ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষেও ন্যাটোকে ছুঁয়ে ফেলেছে চিন। তবে চিনের সঙ্গে কোনও স্নায়ুযুদ্ধে জড়ানোর অভিপ্রায় আমাদের নেই। কিন্তু ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলির নিরাপত্তার স্বার্থে আরও শক্তিশালী নীতি গ্রহণ করা প্রয়োজন আমাদের।

উল্লেখ্য, এবারই প্রথমবার ন্যাটোর শীর্ষ বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুে চিন। মঙ্গলবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চিনও। চিনের বিদেশমন্ত্রক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের প্রতিরক্ষা এবং সামরিক আধুনিকায়ন ন্যায়সংগত, যুক্তিযুক্ত, উন্মুক্ত ও স্বচ্ছ। ন্যাটো বিষয়টি অতিরঞ্জিত করছে। – NDTV