Sunday, May 19, 2024
খেলা

‘দাদার পাশে দেশ’, বিরাট বিতর্কে টুইটার সৌরভকে সমর্থনের বন্যা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিরাট কোহলি বনাম সৌরভ গঙ্গোপাধ্যায় কে নিয়ে সরগরম গোটা দেশ। বুধবার কোহলি সাংবাদিক বৈঠক করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় সৌরভের মুণ্ডুপাত করা হয়। বিরাটের পাশে দাঁড়িয়ে নেটিজেনদের একাংশ সৌরভের পদত্যাগের দাবি করেন। সাংবাদিক সম্মেলনে বিস্ফোরণ ঘটিয়ে ক্রিকেট সমর্থকদের একটা বড় অংশের সমর্থন নিজের দিকে টেনে নেন বিরাট। এবার দাদার সমর্থনে উত্তাল সোশ্যাল মিডিয়া।

শুক্রবার দিনভর টুইটারে ট্রেন্ড করে #NationStandsWithDada হ্যাশট্যাগটি। এই এই হ্যাশট্যাগে হাজার হাজার পোস্ট হয়েছে। সৌরভের সমর্থকরা মনে করিয়ে দিচ্ছেন, যে লোকটা ভারতীয় ক্রিকেটকে এতদিন ধরে এতকিছু দিয়েছেন, তিনি আর যাইহোক দেশের ক্রিকেটের খারাপ চাইতে পারেন না। নেটিজেনদের একাংশ মনে করছেন, অধিনায়কত্ব হারিয়ে বদলা নেওয়ার মানসিকতা থেকেই ‘দাদা’র ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বিরাট।

অনেকেই মনে করছেন, বুধবার কোহলির সাংবাদিক সম্মেলনের পর অনেকেই তাকে অন্ধভাবে সমর্থন করেন। তার জন্যই দাদার বিরুদ্ধে তোপ দাগেন কোহলি ভক্তরা। কিন্তু ধীরে ধীরে এটা স্পষ্ট যে, কোহলি সত্য কথা বলছেন না। হয়তো সেই কারণেই সমর্থন হারাচ্ছেন কোহলি। অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমর্থন বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

বিরাট কোহলির সাংবাদিক সম্মেলনে বিস্ফোরণ ঘটালেও বিসিসিআইয়ের তরফে এখনও তেমন কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ, বোর্ড যে এ বিষয়ে পদক্ষেপ নেবে দাদার কথায় স্পষ্ট। দক্ষিণ আফ্রিকা সফরের পরে হয়তো এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে।