Wednesday, May 8, 2024
কলকাতা

পুরীর আদলে দিঘার জগন্নাথ মন্দির, বরাদ্ধ ১২৮ কোটি টাকা: মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পুরী গিয়েছেন আর জগন্নাথ মন্দিরে যাননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। সমুদ্রের পাশে পুরীর জগন্নাথ মন্দির। দেশ-বিদেশ থেকে বহু মানুষ ছুটে আসেন জগন্নাথ দেবের দর্শন করতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, দিঘাতেও সমুদ্রের পাশে একটা মন্দির থাকা উচিত। পুরীর আদলে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করা হবে।

প্রায় তিন বছর আগে থেকে দিঘায় মন্দির তৈরির কথাবার্তা চলছে। শুক্রবার সেই দিঘায় জগন্নাথ মন্দিরের জন্য টাকা অনুমোদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরভোটের প্রচারে গিয়ে নিজেই এ কথা জানালেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিমধ্যে দিঘাতে ৮ কোটি টাকা দিয়ে জায়গা কেনা হয়েছে। জায়গা ঘিরেও ফেলা হয়েছে। আজ এই প্রকল্পের জন্য ১২৮ কোটি টাকা অনুমোদন করেছি। দিঘার এই জগন্নাথ মন্দির হয়তো পুরীর মতো অত বড় হবে না। কিন্তু পুরীর মন্দিরের আদলেই গড়ে উঠবে দিঘার মন্দির।

বেহালার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, দিঘাকে সাজিয়ে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর সরকারের উদ্দেশ্য হলো শিল্প এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা।