Sunday, May 19, 2024
কলকাতা

নন্দীগ্রামে তো ৪০% মুসলিম ভোট, জিতবেন কিভাবে? শুভেন্দুকে প্রশ্ন সৌগতের

কলকাতা: শনিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দু তৃণমূল ছাড়ার একের পর এক নেতা তৃণমূল ছেড়েছেন। যার ফলে আসন্ন বিধানসভা ভোটের আগে চাপে পড়ে গেল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল।

যদিও তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) দাবি, আমরা গ্যাপ ভরিয়ে নেব। শুভেন্দু চলে যাওয়ায় দলে কোনও প্রভাব পড়বে না। সৌগত রায় একথা বললেও রাজনৈতিক মহলের বক্তব্য, শুভেন্দু যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা, দক্ষ সংগঠক। তাই তিনি থাকা, না-থাকায় দলের মধ্যে প্রভাব পড়বে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে।

তাছাড়া তিনি একা বিজেপিতে যোগ দেননি। সঙ্গে করে বেশ কয়েকজন সাংসদ, বিধায়ক, রাজনৈতিক নেতাকে বিজেপিতে যোগদান করিয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে তিনি একটা গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’।

তারপরেও সৌগত রায়ের দাবি, শুভেন্দু অধিকারীর চলে যাওয়ায় দলে কোনও প্রভাব পড়বে না। তবে তাঁকে জানাতে হবে কেন এবং কি জন্যে তিনি বিজেপিতে গেলেন। নন্দীগ্রামে ৪০ শতাংশ মুসলিম ভোটার। সংখ্যালঘুরা ভোট দেবে না। জিততে কষ্ট হবে। আমরা গ্যাপ ভরাট করে নেব। শুভেন্দুর না থাকাতে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না।