একই চপারে কলকাতা ফিরলেন অমিত শাহ-শুভেন্দু, রাতে ম্যারাথন বৈঠক
কলকাতা: শনিবার দুপুরে মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সঙ্গে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে নাম লেখালেন বিজেপিতে। জনসভা শেষে মেদিনীপুর থেকে অমিত শাহ এবং শুভেন্দু একই হেলিকপ্টারে কলকাতায় আসেন।
রাতে রাজারহাটের পাঁচতারা হোটেলে ম্যারাথন বৈঠকে বসেন। এই বৈঠকে হাজির ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়-সহ রাজ্যের বিজেপি নেতারা। ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, সঞ্জীব বলীয়ান, গজেন্দ্র শেখাওয়ত, মনসুখ মাণ্ডব্য-সহ একাধিক কেন্দ্রীয় বিজেপি নেতা।
সকলের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ করান অমিত শাহ। এই বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের রণকৌশল ঠিক করা নিয়ে আলোচনা করা হয়। সূত্রের খবর, শুভেন্দুকে দিল্লি যেতে বলেছেন অমিত শাহ। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ঠিক হবে দলের পরবর্তী কৌশল।
উল্লেখ্য, আজ রাতে একই হোটেলে থাকবেন অমিত শাহ- শুভেন্দু অধিকারী। রবিবার সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে বোলপুরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সঙ্গে যাবেন শুভেন্দুও।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

