Tuesday, May 7, 2024
দেশ

অযোধ্যায় প্রস্তাবিত মসজিদের নকশা প্রকাশ

অযোধ্যা: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলে করসেবকরা। সেই জায়গায় রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, অযোধ্যার ধান্নিপুরে পাঁচ একর জমি দেওয়া হয়েছে মসজিদের জন্য। বাবরি মসজিদ ভেঙে ফেলার ২৮ বছর পর ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে ধান্নিপুরে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে সুন্নি ওয়াকফ বোর্ড।

নতুন মসজিদের ব্লুপ্রিন্ট প্রকাশ হল শনিবার। ছয় মাস আগে সুন্নি ওয়াকফ বোর্ড মসজিদ নির্মাণের জন্যে ইন্দো-ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। ফাউন্ডেশন কর্তৃপক্ষ এই প্রকল্পের পরিচালক হিসেবে জামিয়া মিলিয়া ইসলামিয়ার স্থাপত্য বিভাগের ডিন অধ্যাপক এস এম আখতারকে নিয়োগ করে। তাঁর তত্ত্বাবধানে যাবতীয় কাজ চলছে।

মসজিদ ছাড়াও তৈরি করা হচ্ছে হাসপাতাল, কমিউনিটি কিচেন এবং একটি লাইব্রেরি। অযোধ্যার নির্মাণাধীন রাম মন্দির থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ধান্নিপুরে তৈরি হবে এই মসজিদ। নতুন মসজিদের সঙ্গে পুরনো বাবরি মসজিদের নকশার মিল থাকছে না।

শনিবার প্রকাশিত নকশায় দেখা গিয়েছে, বিশ্বের অন্যান্য আধুনিক মসজিদের মতোই হবে এটি। অধিকাংশ স্থানই থাকবে কাঁচ দিয়ে ঘেরা। মসজিদের পাশেই থাকবে অত্যাধুনিক হাসপাতাল। ট্রাস্টের তরফে বলা হয়েছে, এই মসজিদটি ভারতে হিন্দু–মুসলিম ঐতিহ্যের নিদর্শন হবে।

২০২১ সালের ২৬ জানুয়ারি মসজিদটির শিলান্যাস হবে। সাত দশক আগে ওই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। মসজিদের কাঠামো হবে গোলাকৃতির। এক সঙ্গে দু’হাজার জন নামাজ পড়তে পারবেন। হাসপাতালে ৩০০ শয্যার স্পেশ্যাল ইউনিট থাকবে। রোগীরা বিনামূল্যে চিকিৎসা পাবেন। ২৪ ঘন্টা বিদ্যুতের অভাব মেটাতে সৌরশক্তির ব্যবস্থা থাকবে।

ধন্নিপুর গ্রামে একটি রয়েছে সরকারি কৃষি ফার্ম। রয়েছে একটি দরগা। এই স্থানটি অনেক মুসলিম নেতারই পছন্দ নয়। তবে এই এলাকার মোট জনসংখ্যা ৯০ শতাংশের বেশিই মুসলিম।