Friday, May 3, 2024
দেশ

আদিত্যনাথ ফের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলে রাজ্য ছেড়ে চলে যাব: মুনাওয়ার রানা

লখনউ: বছর ঘুরলেই উওরপ্রদেশে বিধানসভা ভোট। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। ২০২৪ লোকসভা ভোটের আগে এটাতকে সেমিফাইনাল হিসেবে বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে যোগী আদিত্যনাথকে নিয়ে মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এলেন উর্দু কবি মুনাওয়ার রানা (Munawwar Rana)।

মুনাওয়ার রানা বলেছেন, যোগী আদিত্যনাথ যদি আবারও উত্তরপ্রদেশের ক্ষমতায় ফেরেন, তাহলে এ রাজ্য ত্যাগ করবেন তিনি। ভাববেন, যে এরাজ্য মুসলিমদের বেঁচে থাকার জন্য উপযুক্ত নয়। সোশ্যাল মিডিয়ার রীতিমত ছড়িয়ে পড়েছে কবি মুনাওয়ার রানার বক্তব্য।

তিনি দাবি করেন, বিজেপি এবং ওয়াইসি শুধুমাত্র জনসাধারণ এবং অন্যান্য রাজনৈতিক দলকে দেখানোর জন্য লড়াই করেন। কিন্তু আদতে বিষয়টা অন্য। তাঁরা লড়াই করছে কারণ, মেরুকরণে গেরুয়া শিবির সংখ্যাগুরু হিন্দু ভোট এবং আসাদউদ্দিন ওয়াইসি সংখ্যালঘু মুসলিম ভোট দখল করতে পারে। আর অন্য কোন রাজনৈতিক দলকে সুযোগ না দিয়ে যাতে বিজেপি সরকার গড়তে পারে।


মুনাওয়ার রানার সাফ বক্তব্য, কেউ যেন ওয়াইসিকে ভোট না দেয়। কোন মুসলিম সম্প্রদায়ের জন্য ওয়াইসিকে ভোট দেয় তাহলে তার থেকে বোকা কেউ নয়। ওয়াইসি ভোট না দিলে গেরুয়া শিবির কখনোই ক্ষমতায় আসতে পারবে না বলে দাবি মুনাওয়ার রানার।

উল্লেখ্য, TIMES NOW-C-Voter-এর করা সমীক্ষা বলছে, ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসছে গেরুয়া শিবির। ৪৩.১ শতাংশ মানুষ বিজেপিকে সমর্থন করেছেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী পদে ৪২.২ শতাংশ উত্তরপ্রদেশবাসী যোগী আদিত্যনাথকেই (Yogi Adityanath) চাইছেন।