Friday, May 17, 2024
রাজ্য​

‘আকাশে জন্মায়নি, পৃথিবীতেই জন্মেছে’, নাগরিকত্ব ইস্যুতে নিশীথের পাশে বিমান বসু

কলকাতা: বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতি। নিশীথের নাগরিকত্ব ইস্যুতে তৃণমূল এবং কংগ্রেস কড়া আক্রমণ শানিয়েছে। এবার এ প্রসঙ্গে খুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

নাগরিকত্ব ইস্যুতে নিশীথ প্রামাণিকের পাশে দাঁড়িয়ে রবিবার বিমান বসু বলেন, মানুষ তো আর আর আকাশে জন্মায়নি। পৃথিবীতেই জন্মেছে। তা সে নাগরিকত্ব যেখানকার খুশি হোক।

বিমানবাবু বলেন, অনেকে বলছেন নিশীথ প্রামাণিক বাংলাদেশি নাগরিক। কেন্দ্র সেটা খতিয়ে দেখুক। কিন্তু মানুষ তো আর আকাশে বা পাতালে জন্মায়নি। জন্মেছে এই পৃথিবীতে। তা সে যেখানকার নাগরিক হোন।

বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতে কংগ্রেসের নেতা তথা অসমের এমপি রিপুন বোরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে জানিয়েছেন, নিশীথ প্রামাণিক মিথ্যা হলফনামা দিয়ে নিজেকে ভারতীয় বলে দাবি করেছে। নথি যাচাই করে দেখা হোক, নিশীথের জন্ম কোচবিহারে নাকি বাংলাদেশের গাইবান্ধায়।

রিপুন বোরা বলেন, এই অভিযোগ আসলে আমার তোলা নয়। আমি বিভিন্ন নিউজ চ্যানেলে, ডিজিটাল মিডিয়া বা খবরের কাগজে পাওয়া তথ্য অনুযায়ী একজন সাধারণ নাগরিক ও পার্লামেন্টারিয়ান হিসেবে এই প্রশ্নটা তোলা উচিত বলে মনে করেছি।

বোরা চিঠিতে লিখেছেন, গাইবান্ধা থেকে ভারতে কম্পিউটার কোর্স করতে এসেছিলেন নিশীথ প্রামাণিক। ডিগ্রি পাওয়ার পর আর বাংলাদেশে ফিরে যাননি। সম্প্রতি তিনি কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার তার গাইবান্ধার বাড়িতে তার দাদা-সহ আত্মীয়-পরিজনদের উল্লাসের ছবি  নিউজ চ্যানেলে দেখানো হয়েছে।