Thursday, September 19, 2024
খেলা

হ্যামিল্টনে ধোনির দেশপ্রেমকে কুর্নিশ জানাচ্ছেন ভক্তরা (ভিডিও)

হ্যামিল্টন: রবিবার হ্যামিল্টনে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ভারতের তেরঙার জন্য ধোনির শ্রদ্ধার অন্য এক ছবি দেখা গেল। এক দর্শক এ দিন হ্যামিল্টনে ম্যাচ চলাকালীন এক ভারতীয় সমর্থক ঢুকে পড়েন। হাতে ভারতীয় পতাকা। ওই ব্যাক্তি প্রথমে মাঠে ঢুকে ধোনিকে স্যালুট করেন। তার পর ধোনির পায়ের হাত দিয়ে প্রণাম করেন। সে সময় অন্য হাতে ধরা তেরঙা প্রায় ধোনির পা ছুঁয়ে যাচ্ছিল। তা দেখে জাতীয় পতাকা হাতে তুলে নেন ধোনি। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়ে গিয়েছে ধোনি-বন্দনা। ধোনির দেশাত্মবোধের তারিফ চলছে দেশজুড়ে।

ধোনি সেই তেরঙ্গা তুলে তা সঙ্গে সঙ্গে এক নিরাপত্তাকর্মীর হাতে দেন। আর ভক্তের পিঠ চাপড়ে দেন মাহি। জাতীয় পতাকার সম্মান রাখার জন্য ধোনির এই ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করছেন সবাই। টিভি ধারাভাষ্যকার বলে ওঠেন, দেখুন, ধোনি সবার আগে পতাকাটা হাতে তুলে নিল। দেশের পতাকা মাটিতে পড়তে দিল না।

এক ব্যক্তি যেমন ধোনির দেশপ্রেমের নয়া দৃষ্টান্তের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘হোয়াট আ প্লেয়ার’। এ দিন ২ রান করে আউট হন ধোনি। কিন্তু তেরঙার সম্মানে তাঁর সৌজন্যে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।