Tuesday, December 10, 2024
দেশ

বায়ুসেনা পেল ৪টি চিনুক হেলিকপ্টার

নয়াদিল্লি: রবিবার আমেরিকা থেকে গুজরাটের মুন্ড্রা বন্দরে এসে পৌঁছাল ৪টি উচ্চক্ষমতা CH47F (I) চিনুক মিলিটারি হেলিকপ্টারের প্রথম কনসাইনমেন্ট। পরে সেগুলি চণ্ডীগড়ে পাঠানো হবে। চলতি বছরের শেষ দিকে কপ্টারগুলি আনুষ্ঠানিক ভাবে বায়ুসেনার বহরের অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে বায়ুসেনার সক্ষমতাও কয়েকগুন বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

চিনুক হেলিকপ্টারের একাধিক বৈশিষ্ট্য রয়েছে। এটি ভার্টিকাল লিফট প্লাটফর্ম হেলিকপ্টার। বায়ুসেনার জওয়ানদের যাতায়াত ছাড়াও অস্ত্র, যন্ত্রাংশ এবং জ্বালানি পরিবহণের কাজে তাকে লাগানো সম্ভব। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত অঞ্চল থেকে দুর্গতদের উদ্ধারকাজে এবং ত্রাণ পরিবহণেও এই হেলিকপ্টার ব্যবহার করা হয়। এছাড়া, বিপুল পরিমাণে শরণার্থীদের স্থানান্তরণের কাজেও যুতসই প্রয়োগ করা যাবে চিনুককে।

প্রসঙ্গত, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে বোয়িং সংস্থার সঙ্গে ২২টি অ্যাপাশে হেলিকপ্টার এবং ১৫টি চিনুক হেলিকপ্টার কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল ভারতীয় বায়ুসেনা।