রাহুল, প্লিজ…সেনা জওয়ানদের অপমান করবেন না: রাজ্যবর্ধন সিং রাঠোর
নয়াদিল্লি: ৮ ফেব্রুয়ারি রাফায়েল ডিল নিয়ে একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন রাফাল ডিলে অনিল আম্বানির সংস্থাকে ৩০ হাজার কোটি টাকা না দিয়ে বরং সেই টাকা বিমান দুর্ঘটনায় মৃত বায়ুসেনার পাইলটদের পরিবারের হাতে তুলে দিলে কাজে দিত।
রাহুলের এই মন্তব্যের প্রতিবাদে টুইটারে একটি ভিডিও পোস্টের মাধ্যমে ক্ষোভ উগরে দেন রাজ্যবর্ধন সিং রাঠোর। তিনি জানান, এই মন্তব্য করে রাহুল আদতে দেশের সামরিক বাহিনীকে অপমান করেছেন। ভিডিও বার্তায় রাজ্যবর্ধন সিং রাঠোর বলেন, রাহুল আপনি দেশের মিলিটারি ব্যবস্থা সম্পর্কে কোনও ধারনাই রাখেন না। রাহুল, প্লিজ…সৈনিকদের অপমান করবেন না।
क्या @RahulGandhi से कोई भी उम्मीद की जा सकती है? pic.twitter.com/mgR0Tn6m16
— Rajyavardhan Rathore (@Ra_THORe) 10 February 2019
রাজ্যবর্ধন সিং রাঠোর আরও বলেন, প্রতিদিন দিল্লিতে যে সাংবাদিক বৈঠকের খেলা খেলেন, তাতে আপনি সৈনিকদের অপমান করেছেন। দেশের এই মাটিতে যাঁরা জন্মেছেন তাঁরা জানেন আমরা কীভাবে আমাদের সামরিক বাহিনী ও শহিদদের সম্মান করি। সেনা জওয়ানরা দেশের জন্যে লড়াই করেন, টাকার জন্যে নয়। আত্মসম্মান ও দেশের সুরক্ষার জন্যে তাঁদের লড়াই।