Sunday, May 19, 2024
কলকাতা

মধ্যপ্রদেশে ইসলাম ধর্ম ছেড়ে হিন্দুধর্মে ১৯০ জন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুসলিম ৩৫টি পরিবারের প্রায় ১৯০ জন হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সোমবার সকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা সনাতনে ফিরে আসেন। ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেমাভারের সাধু রামাসভ দাস শাস্ত্রী এবং রতলামের সালানার আনন্দগিরি মহারাজ। ঘর ওয়াপসি হওয়া ওই ৩৫টি পরিবার রতলাম জেলার আম্বা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

১ আগস্টে, প্রায় ৫৫ জন পুরুষ, ৫০ জন মহিলা এবং বাকিরা শিশু, সকলেই আনুষ্ঠানিকভাবে হিন্দুধর্ম গ্রহণ করার জন্য শেভিং, নর্মদা নদীতে স্নান, হবন এবং যজ্ঞোপবিতের মতো বিভিন্ন পবিত্র আচার পালন করেন। মধ্যপ্রদেশের দেওয়াস জেলার নেমাওয়ারে এই আচারগুলি পালিত হয়।

রামসিংহ, পূর্বে মহম্মদ শাহ নামে পরিচিত, হিন্দু ধর্মে ফিরে আসার পরে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের পূর্বপুরুষরা ধর্ম বদলেছিল। তবে আমাদের প্রাচীন ধর্ম এখনও আমাদের শিরায় প্রবাহিত। আজ, আমরা আমাদের স্বধর্মে ফিরে এলাম। এর সাথে সাথে আমরা অপরিসীম আনন্দ অনুভব করছি।”

সন্ত আনন্দগিরি মহারাজ তার ভাষণে বলেন, ‘এই পরিবারগুলি আম্বা গ্রামের বাসিন্দা এবং তাদের পূর্বপুরুষরাও এই একই গ্রামের বাসিন্দা ছিলেন।”

তিনি আরও বলেন, “একই গ্রামে বংশ পরম্পরায় বসবাস করার পর, তাদের পূর্বপুরুষরা চার প্রজন্ম আগে ভিন্ন ধর্ম গ্রহণ করেছিলেন। চার বছর আগে যখন তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল, তারা পূর্বপুরুষের ধর্মে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিল।” — Zee News