সীমান্তে ৩টি গরু সহ গ্রেফতার ২ বাংলাদেশি পাচারকারী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের গরু পাচারকারী পাকড়াও করলো সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। শুক্রবার ৩টি গরু সহ দুই বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করলো বিএসএফের ১১৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতা বিএসএফ ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।
জানা গেছে, ধৃতদের নাম সরজুল শেখ (২৪) ও আনারুল শেখ (২৪ )। তাদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ। ধৃতদের সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
শনিবার ধৃতদের জঙ্গিপুর আদালতে পেশ করে পুলিশ। গরুগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং গরু পাচারের আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিএসএফ এবং পুলিশ।